Description
শেষ বারের মত আবার সব গুছিয়ে বসলাম। এখন চাই সবার আন্তরিক সহযোগিতা। যেমন ১৯৯৩ সনে পেয়েছিলাম। ঠিক তেমন ভাবে পাশে চাই নিকট জনদের। একজন উদ্যোক্তা সবার দোয়া ও ভালোবাসা না পেলে টিকে থাকতে পারে না। একটি প্রতিষ্ঠান টিকে থাকলে বেশ কিছু লোকের কর্ম সংস্থান হয়। অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি থাকতে পারে। তবে আমাদের লক্ষ্য কর্মসংস্থান করা। এক সময় বহু নারী পুরুষ এই প্রতিষ্ঠানে কাজ করেছে। এখনও তারা যোগাযোগ রাখছে। আমাদের কাজের মান ভালো এ কথা সবাই বলে। আগের মত প্রধান সড়কে হয়তো নাই। তবে এই শহরেইতো আছি। এখানে আছে চমৎকার পরিবেশ। বসার জন্য দারুণ জায়গা। পোশাকের সাথে ব্যবস্থা রাখছি ফ্রেশ জুসের। থাকছে অর্গানিক ফুড। একদম বিফলে যাবে না এখানে আসাটা।
আসুন নকশা’য়। আন্তরিক আমন্ত্রণ সবাইকে।
Maps







Leaflet | © OpenStreetMap contributors